বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকুলবর্তী সাতক্ষরিা জেরার দক্ষিণে আশাশুনি উপজেলা। এই উপজেলার ৩নং কুল্যা ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। আশাশুনি উপজেলার এই ইউনিয়নটি একটি জনবহুল ও ঐতিহ্যবাহী ইউনিয়ন
অবস্থান
কুল্যা ইউনিয়নটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উত্তরে অবস্থিত। এ ইউনিয়নটি উত্তর দক্ষিণভাবে লম্বা, পূর্ব দিকে কাদাকাটি ইউনিয়ন, পশ্চিমে বুধহাট ইউনিয়ন, উত্তরে তালা ইউনিয়ন এবং দক্ষিনে মরিচ্চাপ নদী ও পূর্বে বেতনা নদী প্রবাহিত।
আয়তন
কুল্যা ইউনিয়নের আয়তন ২০.৫৮ কি.মি। ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা ২১টি।
জনসংখ্যা
মোট জনসংখ্যা ৪৪.২৬৩ জন। এর মধ্যে পুরুহ ২৩,৫০১ জন এবং নারী২০,৭৬২ জন।
শিক্ষাপ্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫টি। সরকারী ৯টি বেসরকারী ৬টি
মাদরাসা ৭টি
মাধ্যমিক বিদ্যালয় ৩টি এর মধ্যে একটি বালিকা বিদ্যালয়
কলেজিয়েট স্কুল ১টি
মহিলা কলেজ ১টি
কারিগরি কলেজ ১টি
ধর্মীয় প্রতিষ্ঠান
মসজিদ ৩৮টি, মন্দির ১৩টি, গির্জা- ১টি, শ্মশান ঘাট ১০টি
জীবিকা
এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা মৎস্য চাষ এবং কৃষি। অল্প কিছু সংখ্যক মানুষ চাকুরী এবং ব্যবসার সাথে জড়িত। সাদা সোনা বলে প্রচলিত চিংড়ির একাংশ এই ইউনিয়ন থেকে উৎপাদিত হয়।
যোগাযোগ
কল্যা ইউনিয়নের অধিকাংশ রাস্তা-ঘাট কাচা। তাই চলাচলের অনুপযোগী। এ ইউনিয়নে মোট রাস্তা ১০৫ কি.মি। পিচের রাস্তা ২০ কি.মি.। ইটের সোলিং ১৫ কি.মি.। বাকী সবগুলো রাস্তা কাচা। বর্ষা মৌসুমে এলাকার গ্রামগুলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস